3:06 pm - Friday September 26, 1045

ইলিশ ধরতে গিয়ে কী উঠল জালে! মৎস্যজীবীরা যা করলেন, তা শিক্ষণীয়, (দেখুন ভিডিও)

উলুবেড়িয়ার কাছে ফুলেশ্বর বাংলোর পাশে জাল ফেলে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। ইলিশ ধরতে বেশ ঘন বুনোনের জাল ফেলেন তাঁরা। ইলিশের ভরা মরশুমে। জাল ফেললেই উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। বুধবারও ইলিশ ধরার আশায় হাওড়ার ফুলেশ্বরে গঙ্গায় জাল ফেলেছিলেন মৎস্যজীবীরা। কিন্তু ইলিশের বদলে যা উঠল, তা দেখে তাঁরাও অবাক!

 

 

উলুবেড়িয়ার কাছে ফুলেশ্বর বাংলোর পাশে জাল ফেলে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। ইলিশ ধরতে বেশ ঘন বুনোনের জাল ফেলেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই বেশ ভারী কিছু জালে বাধে। ইলিশ উঠেছে ভেবে জাল টেনে তুলতেই দেখা যায়, জালের মধ্যে ধরা পড়েছে একটি শুশুক।

 

 

মৎস্যজীবীরা খেয়াল করেন, শুশুকটির গায়ে বেশ কয়েক জায়গায় আঘাত রয়েছে। প্রাণীটির শুশ্রুষার জন্য মৎস্যজীবীরা সেটিকে ধরে ফুলেশ্বর বাংলোর ভিতরের একটি পুকুরে ছেড়ে দিয়ে বন দফতরে খবর দেন।

 

 

যদিও অভিযোগ, বন দফতরের কর্মীরা আসতে অনেকটাই দেরি করেন। পরে বন দফতরের কর্মীরা এসে শুশুক দেহে থাকা আঘাতগুলির পরিচর্যা করার পরে সেটিকে ফের গঙ্গায় ছেড়ে দেওয়া হয়।

 

ইলিশের ভরা মরশুমে শুশুকটির যত্নআত্তিতে ওই মৎস্যজীবীদের অনেকক্ষণই মাছ ধরা বন্ধ রাখতে হয়। যদিও, সুস্থ ভাবে প্রাণীটিকে গঙ্গায় ফিরিয়ে দিতে পেরেই তাঁরা খুশি।

 

Filed in: ফিচার
[X]