2:58 am - Tuesday January 24, 2017

এবার প্রকাশ্যে স্তন অবমুক্ত হয়ে গেল সোনাম কাপুরের! (ভিডিওসহ)

বলিউড তারকাদের আরেক বিভীষিকার নাম ‘কফি উইথ করণ’। জনপ্রিয় এই টিভি অনুষ্ঠানটির আগামীপর্বে অতিথি থাকছেন কারিনা কাপুর খান ও সোনম কাপুর। এবারের পর্বে সোনম কাপুর বোমা ফাটিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আগামী রোববার এই পর্বটি প্রচার হবে।

 

অনুষ্ঠানে সোনম এমন একটি কথা জানিয়েছেন, যা শুনে চমকে গেছেন কারিনা ও করণ। সোনম জানালেন, তাকে নাকি স্তন বাড়ানোর বুদ্ধি দিয়েছিলেন জনৈক ভক্ত!

 

‘আজ পর্যন্ত এমন কী মন্তব্য যা সোনমকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে?’, করণ জোহরের করা এমন প্রশ্নের উত্তরে সোনম জানান, তিনি একবার একটি মন্তব্য পেয়েছিলেন, সেখানে বলা হয়েছিল, তার নাকি স্তন প্রতিস্থাপনের প্রয়োজন।

Filed in: বিনোদন
[X]